২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-২৬, বিজ্ঞান

পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ’ থেকে ১১টি বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
১। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটির নাম কী?
ক. হরমোন
খ. ফাইটোহরমোন
গ. ফাইটোএনজাইম
ঘ. এনজাইম
২। বৃদ্ধিরোধক হরমোন-
ক. অক্সিন খ. জিবেরেলিন
গ. ইথিলিন ঘ. অ্যাবসিসিক এসিড
৩। উদ্ভিদের ভ্রƒণমুকুলাবরণীর ওপর আলোর প্রভাব কে লক্ষ করেন?
ক. ভেন্ট খ. স্টারলিং
গ. চার্লস ডারউইন ঘ. স্পিনার্স
৪। অক্সিন হরমোনের আবিষ্কারক-
ক. স্টারলিং খ. ক্যারোলাস লিনিয়াস
গ. ভেন্ট ঘ. চার্লস ডারউইন
৫। আলো তির্যকভাবে এক দিকে লাগলে ভ্রƒণমুকুলাবরণী আলোর উৎসের দিকে কিভাবে বৃদ্ধি পায়?
ক. বক্র হয়ে খ. সোজা হয়ে
গ. নিচু হয়ে ঘ. উঁচু হয়ে
৬। উদ্ভিদের পর্যায়গুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় কোন হরমোনের প্রভাবে?
ক. জিবেরেলিন খ. অক্সিন
গ. ইথিলিন ঘ. সাইটোকাইনিন
৭। ছোট দিনের উদ্ভিদ-
ক. চন্দ্রমল্লিকা খ. সূর্যমুখী
গ. গোলাপ ঘ. গম
৮। ফল পাকানোর হরমোন কোনটি?
ক. অক্সিন খ. জিবেরেলিন
গ. ইথিলিন ঘ. সাইটোকাইনিন
৯। কোন হরমোনটি গ্যাসীয়?
ক. অক্সিন খ. জিবেরেলিন
গ. ইথিলিন
ঘ. সাইটোকাইনিন
১০। বৃদ্ধি সহায়ক হরমোন হলো-
i. অক্সিন, সাইটোকাইনিন
ii. ইথিলিন, অক্সিন
iii. সাইটোকাইনিন জিবেরেলিন
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii ও iii
১১। জিবেরেলিন প্রয়োগে-
i. জীবের সুপ্তাবস্থা কাটে
ii. উদ্ভিদ অধিক লম্বা হয়
iii. উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. খ, ২. ঘ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. গ, ৯. গ, ১০. খ, ১১. ঘ।


আরো সংবাদ



premium cement
ভোটের ‘নথি গোপন’ করতে চায় মোদি সরকার : খাড়গে চুয়াডাঙ্গায় জমিজমার জেরে কৃষককে কুপিয়ে হত্যা সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক নিহত রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় শটগানের ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার যশোরে আ.লীগের ১৬৯ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ অন্তর্বর্তী সরকারকে আরো ২ বছর সময় দিতে হবে : ভিপি নুর সতর্ক থাকুন, দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে : মির্জা ফখরুল নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপক আতাউরকে সাময়িক অব্যাহতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন নাসিমুল গনি রাজশাহীতে রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন

সকল