অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-২৬, বিজ্ঞান
পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ২৫ জুলাই ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ’ থেকে ১১টি বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
১। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটির নাম কী?
ক. হরমোন
খ. ফাইটোহরমোন
গ. ফাইটোএনজাইম
ঘ. এনজাইম
২। বৃদ্ধিরোধক হরমোন-
ক. অক্সিন খ. জিবেরেলিন
গ. ইথিলিন ঘ. অ্যাবসিসিক এসিড
৩। উদ্ভিদের ভ্রƒণমুকুলাবরণীর ওপর আলোর প্রভাব কে লক্ষ করেন?
ক. ভেন্ট খ. স্টারলিং
গ. চার্লস ডারউইন ঘ. স্পিনার্স
৪। অক্সিন হরমোনের আবিষ্কারক-
ক. স্টারলিং খ. ক্যারোলাস লিনিয়াস
গ. ভেন্ট ঘ. চার্লস ডারউইন
৫। আলো তির্যকভাবে এক দিকে লাগলে ভ্রƒণমুকুলাবরণী আলোর উৎসের দিকে কিভাবে বৃদ্ধি পায়?
ক. বক্র হয়ে খ. সোজা হয়ে
গ. নিচু হয়ে ঘ. উঁচু হয়ে
৬। উদ্ভিদের পর্যায়গুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় কোন হরমোনের প্রভাবে?
ক. জিবেরেলিন খ. অক্সিন
গ. ইথিলিন ঘ. সাইটোকাইনিন
৭। ছোট দিনের উদ্ভিদ-
ক. চন্দ্রমল্লিকা খ. সূর্যমুখী
গ. গোলাপ ঘ. গম
৮। ফল পাকানোর হরমোন কোনটি?
ক. অক্সিন খ. জিবেরেলিন
গ. ইথিলিন ঘ. সাইটোকাইনিন
৯। কোন হরমোনটি গ্যাসীয়?
ক. অক্সিন খ. জিবেরেলিন
গ. ইথিলিন
ঘ. সাইটোকাইনিন
১০। বৃদ্ধি সহায়ক হরমোন হলো-
i. অক্সিন, সাইটোকাইনিন
ii. ইথিলিন, অক্সিন
iii. সাইটোকাইনিন জিবেরেলিন
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii ও iii
১১। জিবেরেলিন প্রয়োগে-
i. জীবের সুপ্তাবস্থা কাটে
ii. উদ্ভিদ অধিক লম্বা হয়
iii. উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. খ, ২. ঘ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. গ, ৯. গ, ১০. খ, ১১. ঘ।